
সৈয়দ রুবেল-নড়াইল :
নড়াইলের কালিয়ায় নিম্নমানের ইট দিয়ে রাস্তার কাজ করার খবর প্রকাশ করায় সাংবাদিককে গালিগালাজ ও হত্যার হুমকি অভিযোগ উঠেছে উপজেলার ১৩নং বড়নাল ইলিয়াসাবাদ ইউনিয়নের চেয়ারম্যান ও সদ্য আওয়ামীলীগের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক মল্লিক মনিরুল ইসলামের বিরুদ্ধে।
এ ঘটনায় রোববার (২৯ জুন) সন্ধ্যায় কালিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী সাংবাদিক মো: বাবর আলী।
সাংবাদিক বাবর আলী উপজেলার জয়পুর গ্রামের মোঃ তারামিয়া মোল্লার ছেলে। তিনি বাংলাভিশন ডিজিটাল এর নড়াইল জেলা প্রতিনিধি।
এ বিষয়ে সাংবাদিক বাবর আলী বলেন,রোববার (২৯ জুন) সকালে উপজেলা বিলদুরিয়া গ্রাম থেকে কয়েকজন ব্যক্তি নিম্নমানের ইট দিয়ে রাস্তা তৈরীর বিষয় আমাকে জানান। আমি ও আমার একজন সহকর্মী সহ সরেজমিনে গিয়ে নিম্নমানের ইট দিয়ে রাস্তার কাজ করার সত্যতা পাই।
পরবর্তীতে রাস্তার ঠিকাদার ও ঐ ইউনিয়নের চেয়ারম্যান মল্লিক ইসলামের কাছে মুঠোফোনে কাজের বিষয়ে জানতে কল দিলে তিনি আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ এবং হত্যার হুমকি দেন। আমি এই ঘটনার পর থেকে নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি তার বিচার দাবি করছি।
এ বিষয়ে ইউপি চেয়ারম্যান মল্লিক মনিরুল ইসলাম জানান,‘আমি কাউকে কোন হত্যার হুমকি প্রদান করিনি। তাছাড়া ওই রাস্তার কাজ আমার নিজস্ব অর্থায়নে করছি। আমার নামে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে।’
এ বিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল্লাহ আল মামুন বলেন,‘অভিযোগ পেয়েছি তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’