
এম এ গাফফার :
ইউপি সদস্যদের ভাবনা ও করণীয় শীর্ষক গোল টেবিল আলোচনার আয়োজন ছিল আজ বুধবার জাতীয় প্রেস ক্লাবে। এখানে দেশের নানান প্রান্ত থেকে ইউনিয়ন পরিষদের সদস্যরা উপস্থিত হন। আলোচনায় আরো উপস্থিত ছিলেন দেশের জাতীয় পর্যায়ের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
প্রাসিঙ্গক বক্তব্যে বাইসস মহাসচিব সাইফুল ইসলাম মোয়াজ্জেম বলেন, জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত ৫৫ হাজারেরও বেশি ইউপি সদ্যদের গুরত্ব দিয়ে কাজ করবার সুযোগ দিলেই বাংলাদেশকে একটি কল্যানকর রাষ্ট্র হিসেবে গড়ে তুলা সম্ভব।
অনুষ্ঠানে ভিডিও চিত্রের মাধ্যমে বাইসস ৪০ বছরের কর্মকান্ডকে তুলে ধরা হয়।
আয়োজনে অংশ নেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, গণসংহতি আন্দোলন এর প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সহকারী সেক্রটারি জেনারেল আহমেদ আব্দুল কাইয়ুম সহ আরো অনেকে। তাদের বক্তব্যে উঠে আসে নতুন বাংলাদেশ গঠনে স্থানীয় সরকারের প্রান্তিক পর্যায়কে শক্তিশালী করার গুরত্বের কথা তুলে ধরা হয়।
আয়জনে সভাপতিত্ব করেন বাইসস প্রধান সমন্বয়ক, সাবেক মন্ত্রী গোলাম সারোয়ার মিলন। সভাপতির বক্তবে তিনি বলেন, সারাদেশের ইউপি সদস্যদেন নিয়ে নানান নেতিবাচক কথা থাকলেও মুলত তারাই নিবেদিত প্রাণ জনপ্রতিনিধি।