
পরাশর মুখার্জি রিপন-আশাশুনি প্রতিনিধি :
উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কল্যাণপুর ত্রিমোহনা খেয়া ঘাটের পাশে নদীর চরে কেউড়া গাছে ঝুলন্ত অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার (২৯ জুন ২৫) সকাল পৌনে ১০ টার দিকে স্থানীয়রা মরদেহ দেখে সংবাদ দিলে বিষয়টি জানাজানি হয়।
উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কল্যানপুর ত্রিমোহনা খেয়া ঘাটের পাশে নদীর চরে কেওড়া বাগানে মরদেহটি ঝুলন্ত অবস্থায় দেখতে পায় স্থানীয় মাসুম বিল্লাহ, কয়েকজনের সঙ্গে খোলপেটুয়া নদীতে কাঁকড়া ধরার জন্য খেয়াঘাটের দক্ষিণ পাশে কেওড়া বাগানের পাশ দিয়ে যাচ্ছিলেন।
এ সময় বাগানের মধ্যে ঝুলন্ত ব্যক্তির পা দেখতে পেয়ে তিনি স্থানীয়দের জানান।মৃত ব্যক্তির মুখ থেতলা অবস্থা থাকায় তাকে কেউ চিনতে পারেনি লুঙ্গি পরা মৃত ব্যক্তির গলায় তুলসি মালা থাকায় ধারনা করা হচ্ছে তিনি সনাতন ধর্মাবলম্বী।
পরে বিষয়টি আশাশুনি থানা পুলিশকে অবহিত করা হয়। পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল ওদুদ
ঘটনাস্থলে গেছেন। পরে বিস্তারিত জানা যাবে বলে তিনি জানান।