
স্টাফ রিপোর্টার :
নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন দুর্নীতিবাজ ও জুলাই আন্দোলন বিরোধীদের তালিকা দিন, তা না হলে কঠোর আন্দোলন করবে বাংলাদেশের সাধারণ মানুষ। ২৭ জুন সকালে ২৭/৭ তোপখানা রোডস্থ বিজয় মিলনায়তনে ফ্যাসিস্ট ও বর্তমান সময়ের দুর্নীতিবাজদের তালিকা প্রকাশ ও বিচারের দাবিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি উপরোক্ত কথা বলেন।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন প্রেসিডিয়াম মেম্বার গাজী মনসুর, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব কাজী মুন্নি আলম, যুগ্ম মহাসচিব মনির জামান, সদস্য হরিদাস সরকার, আফতাব মন্ডল প্রমুখ।
এ সময় মোমিন মেহেদী আরো বলেন, নতুনধারা বাংলাদেশ এনডিবি বরাবরই দুর্নীতির বিরুদ্ধে ছিলো। দুর্নীতির বিরোধিতা করায় ফ্যাসিস্ট আমলে গুম-নির্যাতনের শিকার হলেও থেমে থাকেনি, এখনো নিরব থাকবে না।