
বদিউজ্জামান-জলঢাকা, নিলফামারী :
নীলফামারীর জলঢাকায় নবগঠিত নীলফামারী জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠিত হওয়ায় আনন্দ প্রকাশ করে যুবদলের পক্ষ থেকে এক শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মীর সেলিম ফারুককে আহ্বায়ক এবং এ এইচ এম সাইফুল্লাহ রুবেলকে সদস্য সচিব করে নীলফামারী জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি গঠিত হলে এই মিছিলের আয়োজন করা হয়।
বুধবার ১৮ জুলাই বিকেলে জলঢাকা উপজেলা ও পৌর যুবদলের যৌথ উদ্যোগে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একটি শুভেচ্ছা মিছিল বের হয়।
মিছিলে বিএনপির সাবেক সংসদ সদস্য ও নীলফামারীর রূপকার হিসেবে পরিচিত ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে বিশেষভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সদস্য সচিব শাহিনুর হক বাবু। তিনি নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে বলেন, “এই নেতৃত্বের মাধ্যমে জেলা বিএনপি আরও শক্তিশালী ও গতিশীল হবে।”
অনুষ্ঠানে স্থানীয় যুবদল নেতাকর্মীসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।