
রায়হান শেখ-বিশেষ প্রতিনিধি :
সারাদেশের ন্যায় বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় বাংলাদেশ স্কাউটস, প্রাথমিক বিভাগের উদ্যোগে কাব কার্নিভাল ২০২৫ উদযাপন করা হয়েছে।সোমবার (২৩ জুন) উপজেলার সরকারি ওয়াজেদ মেমোরিয়াল মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এই বর্ণাঢ্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানের সূচনা হয় গ্র্যান্ডিয়েল ও পতাকা উত্তোলনের মাধ্যমে। কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ স্কাউটস মোল্লাহাট উপজেলার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার হরেকৃষ্ণ অধিকারী।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল ইসলাম, বাংলাদেশ স্কাউটস খুলনা অঞ্চলের সহ-সভাপতি আসাদুল কবির এলটি, একাডেমিক সুপারভাইজার রামপদ বিশ্বাস এবং মোল্লাহাট উপজেলা স্কাউটস-এর কমিশনার এসএম ফরিদ আহমেদ।এছাড়াও উপস্থিত ছিলেন মোল্লাহাট উপজেলা স্কাউটস-এর সম্পাদক রমেশচন্দ্র খান, বাগেরহাট জেলা স্কাউটসের সহ-সভাপতি এস এম ইকরামুল কবিরসহ বাংলাদেশ স্কাউটস মোল্লাহাট উপজেলার নির্বাহী কমিটির সকল সদস্য, বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ইউনিট লিডারগণ, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
কাব কার্নিভালের এই আয়োজন শিশুদের মধ্যে নেতৃত্বের গুণাবলি, সৃজনশীলতা, শৃঙ্খলা এবং সামাজিক দায়িত্ববোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দিনব্যাপী এই উৎসবের মাধ্যমে অংশগ্রহণকারীরা আনন্দময় অভিজ্ঞতা অর্জন করে।
আনন্দঘন পরিবেশে অনুষ্ঠান সমাপ্ত হয়।