
জুলফিকার আলী জুয়েল :
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় রোববার বিকালে কালিয়াকৈর মডেল মসজিদের সামনে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও পুরাতন সদস্য নবায়ণ ফরম বিতরণে সভা অনুষ্ঠিত হয়েছে।
গাজীপুরে জেলা আহবায়ক কমিটি ও কেন্দ্রীয় কমিটি, কালিয়াকৈরে সিনিয়র বিএনপি নেতাদের নিয়ে বির্তকিত আহবায়ক কমিটি নিয়ে সকলের মতবাদ নিয়ে সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে।
এসময় সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল,কেন্দ্রীয় বিএনপির শ্রম বিষয়ক সহ সম্পাদক হুমায়ুন কবির খান, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মজিবুর রহমান, কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সভাপতি হেলাল উদ্দিন।
এ ছাড়া উপস্থিত ছিলেন সাবেক উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাড. কামরুল ইসলাম, সাবেক পৌর বিএনপির সিনিয়র যুগ্ন সম্পাদক সাইজুইদ্দিন আহমেদ, বোয়ালী ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আজম,সুত্রাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল আমিন সহ উপজেলা বিএনপির বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ সহ সবস্তরের জনগণ।
সভায় গত ১৪ জুন উপজেলা ও পৌর বিএনপির কমিটি গঠন নিয়ে নেতা কর্মীদের মধ্যে যে ক্ষোভ রয়েছে তা নিরসনের জন্য সভায় আলোচনা করা হয়েছে।