
আশরাফুল আলম সরকার-সিনিয়র স্টাফ রিপোর্টার :
গাজীপুর জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন শেষে শ্রীপুরে অবস্থিত দুটি জাতীয় গবেষণা প্রতিষ্ঠান পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা মেজর জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম।
বাংলাদেশ তুলা গবেষণা ইনস্টিটিউট ও বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা)-তে যান এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
পরিদর্শনকালে উপদেষ্টা জাহাঙ্গীর আলম গবেষণার অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি দেশের কৃষি ও নিরাপত্তা খাতের উন্নয়নে গবেষণার ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্যও করেন।
স্থানীয় প্রশাসনের শীর্ষ কর্মকর্তা, পুলিশ প্রশাসন এবং ইনস্টিটিউটের ঊর্ধ্বতন বিজ্ঞানীরা এ সময় উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “গবেষণার উন্নয়ন ছাড়া দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। আমরা প্রযুক্তি, নিরাপত্তা ও কৃষিকে একসঙ্গে এগিয়ে নিতে চাই।”