
মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা :
গাইবান্ধা সদর হাসপাতালের একজন সৎ, দায়িত্বশীল ও জনবান্ধব চিকিৎসক হিসেবে ডাক্তার আরামুল হক প্রধান ছিলেন এক উজ্জ্বল দৃষ্টান্ত। তাঁর আন্তরিকতা, সহানুভূতি এবং মানবিক মূল্যবোধ তাঁকে জনগণের হৃদয়ে স্থায়ীভাবে স্থান করে দিয়েছে।
প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত তিনি প্রায় ১৫০ থেকে ২০০ রোগী দেখতেন। গাইবান্ধা সদর হাসপাতালে চিকিৎসকের সংখ্যা এতটাই কম যে, তাঁর উপস্থিতি ছাড়া এই বিশাল সংখ্যক রোগী হয়তো চিকিৎসা বঞ্চিত থাকতেন। আজকের দিনে হাসপাতালের আউটডোর কার্যক্রম অনেকাংশে তাঁর ওপর নির্ভরশীল ছিল।
সহযোগিতামূলক আচরণে তিনি সহকর্মী, রোগী ও স্বজন সবার ভালোবাসা অর্জন করেছিলেন। ন্যায়বিচার ও নৈতিকতার প্রশ্নে তিনি ছিলেন আপসহীন। দরিদ্র ও অসহায় মানুষের পাশে তিনি দাঁড়াতেন অকপটে, বন্ধুর মতো।
ডাক্তার আরামুল হক প্রধান শুধু একজন সরকারি কর্মকর্তা ছিলেন না — ছিলেন গাইবান্ধা অঞ্চলের মানুষের নির্ভরতার প্রতীক। তাঁর সততা, পেশাগত দক্ষতা ও মানবিকতা আজও মানুষের মনে চিরস্মরণীয় হয়ে আছে।
সমাজে এমন মানুষ বিরল — যিনি নিজের পরিচয়ের সীমা ছাড়িয়ে আলোর দিশা হয়ে ওঠেন। ডাক্তার আরামুল হক প্রধানের অবদান ও স্মৃতি আমাদের হৃদয়ে যুগ যুগ ধরে বেঁচে থাকবে।