
নাজমুল আহসান-শ্রীপুর (গাজীপুর) :
গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনা বাজার এলাকায় প্রভাতী বনশ্রী পরিবহনের শ্রমিকদের ওপর হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পরিবহন শ্রমিকরা। সোমবার (২ জুন) সকাল থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনা বাজার অংশে এই অবরোধ কর্মসূচি পালন করা হয়।
জানা গেছে, রবিবার রাতে (১ জুন) প্রভাতী বনশ্রী পরিবহনের কয়েকজন শ্রমিককে মারধর করে একদল দুর্বৃত্ত। এ সময় তারা চাঁদা দাবি করে এবং একটি বাস ভাঙচুর করে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে শ্রমিকরা বিচারের দাবিতে সড়ক অবরোধ করে।
প্রভাতী বনশ্রী পরিবহনের একাধিক শ্রমিক জানান, দীর্ঘদিন ধরেই কিছু লোক তাদের কাছ থেকে চাঁদা দাবি করে আসছিল। প্রতিবাদ করায় এবার হামলা চালানো হয়। তারা অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
অবরোধের ফলে মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়। প্রশাসনের হস্তক্ষেপে কিছু সময় পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়।