
ক্রাইম রিপোর্টার :
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার সামুদা কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে বস্তার নিচে চাপা পড়ে এক শ্রমিক নিহত হয়েছে। রবিবার(৪ এপ্রিল) দুপুর ১২ টার দিকে ওই কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে বস্তা চাপায় শ্রমিক নিহতের ঘটনা ঘটে।নিহত শ্রমিকের নাম ওহিদুল ইসলাম(৪৮)।সে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার মৃত ফজলুল করিম খানের ছেলে বলে জানা গেছে।
ওহিদুল ইসলাম পরিবার নিয়ে গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের সিকিরগাঁও গ্রামে ভাড়া থেকে সামুদা কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে স্টোর কিপার হিসেবে কর্মরত ছিলেন।
খবর নিয়ে জানা যায়,প্রায় দুই বছর আগে প্রতিষ্ঠানটিতে স্টোর কিপার হিসেবে যোগ দেয় ওহিদুল ইসলাম।ব্যক্তিগত জীবনে তিনি আট বছরের এক ছেলে সন্তান রয়েছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজনের সাথে কথা বলে জানা যায়,নিহত ওহিদুল সামুদা কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে স্টোর কিপার হিসেবে চাকরি করতো। অন্যান্য দিনের মতো রবিবার সকালে কাজে যোগ দেয়।দুপুর বারোটার দিকে মালামালের গোডাউন থেকে একটি বস্তা সরাতে গেলে উপর থেকে মালামাল ভর্তি কয়েকটি বস্তা তার উপর পড়ে।বেশ কিছুক্ষণ চেষ্টার পর তার সহকর্মীরা বস্তার নিচে চাপা পড়া অবস্থা থেকে তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রতিষ্ঠানটির মানবসম্পদ বিভাগের কর্মকর্তা মো:শহিদুল ইসলাম বলেন, অসাবধানতাবসত এই দুর্ঘটনাটি ঘটেছে।আমরা নিহতের পরিবারের লোকদের খবর পাঠিয়েছি।
বিষয়টি সম্পর্কে নিহতের ছোট ভাই মহিদুল ইসলাম বলেন, বিষয়টি নিয়ে আমাদের কোম্পানি কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে।তাদের উপর আমাদের কোন অভিযোগ নেই।আমরা লাশ নিয়ে যেতে চাই।
এ বিষয় গজারিয়া থানার অফিসার ইনচার্জ(ওসি)মো: আনোয়ার আলম আজাদ বলেন,নিহতের স্বজনদের কোম্পানি কর্তৃপক্ষের বিরুদ্ধে কোন অভিযোগ নেই।তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ স্বজনদের বুঝিয়ে দেওয়া হয়েছে।