
মুন্সীগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ ও মানববন্ধন
ক্রাইম রিপোর্টারঃ
বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজ হত্যার প্রতিবাদে মুন্সীগঞ্জে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে ছাত্রদল।
সোমবার বেলা সাড়ে ১২ টার দিকে শহরের সরকারি হরগঙ্গা কলেজের মূল ফটকের সামনে সরকারি হরগঙ্গা কলেজ ছাত্রদলের আয়োজনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়। এসময় হত্যাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার,দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবী জানানো হয়।
মানববন্ধনটি সরকারি হরগঙ্গা কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক আশরাফুল ইসলাম অনিকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সভাপতি আবুল হাসেম ও সাধারণ সম্পাদক জাহিদুর রহমান জামাল।
আরও উপস্থিত ছিলেন-সরকারি হরগঙ্গা কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক থিয়েল, ছাত্রনেতা আল হৃদয়,পারভেজ হোসেন,হীরা,সিদ্দিকুর রহমান, সাফিল আস সামিসহ অন্যান্যরা।
এ সময় কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক আশরাফুল ইসলাম অনিক বলেন,ছাত্রদল নেতা পরিচয়ের আগে পারভেজ একজন ছাত্র।সেটাই তার পরিচয়,এই হত্যাকান্ডের দ্রুত বিচারের দাবি জানাই।দোষী যেই হউক তাকে দ্রুত বিচারের সম্মুখীন করা হউক।