মুন্সীগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ ও মানববন্ধন
ক্রাইম রিপোর্টারঃ
বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজ হত্যার প্রতিবাদে মুন্সীগঞ্জে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে ছাত্রদল।
সোমবার বেলা সাড়ে ১২ টার দিকে শহরের সরকারি হরগঙ্গা কলেজের মূল ফটকের সামনে সরকারি হরগঙ্গা কলেজ ছাত্রদলের আয়োজনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়। এসময় হত্যাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার,দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবী জানানো হয়।
মানববন্ধনটি সরকারি হরগঙ্গা কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক আশরাফুল ইসলাম অনিকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সভাপতি আবুল হাসেম ও সাধারণ সম্পাদক জাহিদুর রহমান জামাল।
আরও উপস্থিত ছিলেন-সরকারি হরগঙ্গা কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক থিয়েল, ছাত্রনেতা আল হৃদয়,পারভেজ হোসেন,হীরা,সিদ্দিকুর রহমান, সাফিল আস সামিসহ অন্যান্যরা।
এ সময় কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক আশরাফুল ইসলাম অনিক বলেন,ছাত্রদল নেতা পরিচয়ের আগে পারভেজ একজন ছাত্র।সেটাই তার পরিচয়,এই হত্যাকান্ডের দ্রুত বিচারের দাবি জানাই।দোষী যেই হউক তাকে দ্রুত বিচারের সম্মুখীন করা হউক।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page