
বদিউজ্জামান, জলঢাকা নিলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর জলঢাকায় উত্তরাঞ্চলের সর্বাধিক প্রচারিত ও পাঠকপ্রিয় দৈনিক করতোয়া পত্রিকার ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনে পালন করা হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে প্রেসক্লাব কার্যালয়ে করতোয়ার জলঢাকা প্রতিনিধির সার্বিক উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এস.এ. টিভির নীলফামারী জেলা প্রতিনিধি ও করতোয়ার জলঢাকা উপজেলা প্রতিনিধি, সাবেক প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব মাহাবুবর রহমান মনি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জলঢাকা আলহেরা এডুকেয়ার হোমের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব সিদ্দীকুর রহমান সিদ্দীক।
বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ্ জাহান কবীর লেলিন। এছাড়াও উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক মাহাদী হাসান মানিক, মনিরুজ্জামান লেবু, রাশেদুজ্জামান সুমন, রিয়াদুল ইসলাম রিয়াদ, নজরুল ইসলাম মানিক প্রমুখ। জলঢাকা প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি, জাতীয় সাংবাদিক সংস্থা, বাংলাদেশ প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকবৃন্দও অনুষ্ঠানে অংশ নেন।
প্রধান অতিথি আলহাজ্ব সিদ্দীকুর রহমান বলেন, “হাঁটি হাঁটি পা পা করে দীর্ঘ ৫০টি বছর অতিক্রম করে ৫১ বছরে পদার্পণ করলো উত্তরাঞ্চলের পাঠক নন্দিত পত্রিকা দৈনিক করতোয়া। পত্রিকার সঙ্গে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। আমি পত্রিকার সঙ্গে সম্পৃক্ত সকলকে অভিনন্দন জানাই এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে ধারাবাহিক সাফল্য কামনা করি।”
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেসক্লাব জলঢাকার সহ-সাধারণ সম্পাদক ও দৈনিক যুগের আলো জলঢাকা প্রতিনিধি সাংবাদিক মাইদুল হাসান।