
নিজস্ব প্রতিবেদক:
সার্জেন্টদের তাৎক্ষণিক তাৎপরতায় সাতরাস্তা ক্রসিংয়ে নগদ এক লক্ষ টাকা সহ ০৩ (তিন) জন ছিনতাইকারী আটক

আজ ১৪/০৩/২৫ খ্রিঃ সাতরাস্তা ক্রসিং বেলা ১১:৪০ ঘটিকায় দায়িত্ব পালন করছিলেন সার্জেন্ট মোঃ সোহরাব হোসাইন সিয়েরা ট্যাঙ্গো- ১৩ এবং সার্জেন্ট বুলবুল আহমেদ ট্যাংগো-৬৩ । এ সময় সাতরাস্তা ক্রসিংয়ে উত্তর সিগন্যালের যাত্রী ছাওনির সামনে বাস থেকে যাএী নামার সময় হঠাৎ ছিনতাইকারী, ছিনতাইকারী চিৎকার শুনে তাকিয়ে দেখে তিনজন ছিনতাইকারী তিনদিকে দৌড়ে পালাচ্ছে । ছিনতাইকারীর কথা শুনে কালবিলম্ব না করে ছিনতাইকারীদের পিছনে ধাওয়া করেন উক্ত স্থানে কর্মরত সার্জেন্টগণ ও সঙ্গীও ফোর্স। ধাওয়া দিয়ে তিনজন ছিনতাই কারী আটক করেন এবং তাদের কাছ থেকে নগদ এক লক্ষ টাকা উদ্ধার করেন।

ছিনতাইকারীদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তেজগাঁও শিল্পাঞ্চল থানায় বুঝিয়ে দেওয়া হয়।