
নীলফামারী প্রতিনিধি :
নীলফামারীর সৈয়দপুর উপজেলায় মাধ্যমিক স্কুল পর্যায়ে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১১ আগস্ট/২৫) সৈয়দপুর সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) ওই বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে। দুর্নীতি দমন কমিশন (দুদক), রংপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহযোগিতায় “অভাব নয়, স্বভাবই সীমাহীন দুর্নীতির মূল কারণ” বিষয়ের ওপর অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতায় সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ এবং সৈয়দপুর আল-ফারুক একাডেমির দুটি দল অংশ নেয়। এতে সৈয়দপুর আল-ফারুক একাডেমি চ্যাম্পিয়ন ও সরকারি বিজ্ঞান কলেজ রানার্স-আপ হয়েছে। প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয় আল-ফারুক একাডেমির বিতর্ক দলের দলনেতা আব্দুল্লাহ্ দানিয়ান।
প্রতিযোগিতায় মর্ডারেটর হিসেবে ছিলেন সৈয়দপুর উপজেলা একাডেমিক সুপারভাইজার আনোয়ার হোসেন। এতে বিচারক ছিলেন সৈয়দপুর সরকারি কলেজের জ্যেষ্ঠ প্রভাষক কহিনুর বেগম, কামারপুকুর ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক মো. ছাইফুল ইসলাম ও সহকারী অধ্যাপক মকসুদার রহমান।
শেষে বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দল এবং শ্রেষ্ঠ বক্তার মাঝে ট্রফি ও সনদপত্র বিতরণ করেন প্রধান অতিথি সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার মো. নুর-ই-আলম সিদ্দিকী।
সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. মোখলেছুর রহমান জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সৈয়দপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) সাধারণ সম্পাদক সাংবাদিক তোফাজ্জল হোসেন লুতু। সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক কুমার অপু বিশ্বাসের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সৈয়দপুর সরকারি কলেজের জ্যেষ্ঠ প্রভাষক কহিনুর বেগম, সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের সহকারী শিক্ষক আবু সায়েম, আল-ফারুক একাডেমির সহকারী শিক্ষক মামুনুর রহমান।
অনুষ্ঠানে সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের জ্যেষ্ঠ প্রভাষক মো. আখতারুজ্জামান, প্রভাষক আমিরুল ইসলাম, সহকারী শিক্ষক সহকারী শিক্ষক রেজা মাহমুদ, সহকারী গ্রন্থাগারিক মো. রবিউল ইসলাম দুলালসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সৈয়দপুর উপজেলার মাধ্যমিক স্কুল পর্যায়ে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা-২০২৫ এ দুইটি গ্রুপে শহরের চারটি শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেয়। এ প্রতিষ্ঠানগুলো হচ্ছে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ, লায়ন্স স্কুল এন্ড কলেজ, আল-ফারুক একাডেমি এবং সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ দল অংশ নেয়।