
ভুটানে অনুষ্ঠানরত এএফসি চ্যালেঞ্জ লিগে গ্রুপ পর্বের খেলা বাংলাদেশের বসুন্ধরা কিংস এবং ভারতের ইমামি ইস্ট বেঙ্গল ক্লাবের ম্যাচ আজ বিকাল ৫টায়। গ্রুপ পর্বে দুই দলই এরই মধ্যে একটি করে ম্যাচ শেষ করেছে। ভুটানের পারো ক্লাবের বিপক্ষে ইস্ট বেঙ্গল ক্লাব ২-২ গোলে ড্র করেছে। আর লেবাননের নেজমেহ ক্লাবের বিপক্ষে আত্মঘাতী (১-০) গোলে হেরেছে বসুন্ধরা কিংস।
কিংস এমন এক পরিস্থিতিতে রয়েছে আজ শুধু ইস্ট বেঙ্গলকে হারালেই হবে না, পরের ম্যাচেও জিততে হবে। তখন ৬ পয়েন্ট নিয়ে তৃতীয় সেরা রানার্স আপ হয়ে পরবর্তী পর্বে যাওয়া যা অপেক্ষায় থাকতে হবে। ইস্ট বেঙ্গল ক্লাবের স্প্যানিশ কোচ অস্কার ব্রুজন কিছু দিন আগেও বসুন্ধরা কিংসের কোচ ছিলেন। সম্পর্কের টানা পড়েনে কিংস ছেড়ে চলে গেছেন তিনি। ফেডারেশন কাপ ফুটবলের ট্রফি জিতিয়ে ব্রুজন চলে যান।
এই স্প্যানিশ কোচ অস্কার ব্রুজন এমন এক সময় ইস্ট বেঙ্গলের দায়িত্ব গ্রহণ করেছেন, যখন দলটি একের পর এক ম্যাচ হেরে হেরে ক্লান্ত। রেজাল্ট পাচ্ছিল না বলে ইস্ট বেঙ্গল ক্লাবের স্প্যানিশ কোচ কার্লেস কুয়াদাতকে বিদায় করে দেয় ক্লাব। দায়িত্ব দিয়েছিল বিনো জর্জকে। কিছু দিন দায়িত্বে রেখে তাকেও সরিয়ে দেয় ইমামি ইস্ট বেঙ্গল ক্লাব। পরে অস্কার ব্রুজনকে কোচ নিয়োগ দেয়। যিনি কিনা বসুন্ধরা কিংসের সব ফুটবলারের নাড়িনক্ষত্র জানেন। যদিও কিংসের নতুন কোচ রয়েছেন, যিনি অন্য কৌশলে খেলাবেন। তবে মাঠে আজ দুই দলের লড়াইয়ের ফাঁকে অস্কার ব্রুজনের বিপক্ষেও বসুন্ধরা কিংসের লড়াই হবে।