
তাইওয়ান প্রণালীতে চীনের সামরিক মহড়ার প্রতিক্রিয়ায় তাইওয়ানের নৌবাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। সকল কর্মকর্তা ও নাবিকরা সর্বোচ্চ সতর্কতায় আছেন। নজরদারির জন্য ‘রুই ইউয়ান’ ড্রোন মোতায়েন করা হয়েছে এবং পিএলএ’র ৬১৭ ‘জিংদেজেন’ এবং চীনা কোস্ট গার্ডের ১১০৫ জাহাজের গতিবিধি রিয়েল-টাইমে নজরে রাখা হচ্ছে।
এছাড়াও, কাং ডিং-শ্রেণির একটি ফ্রিগেট পিএলএ’র ১৩১ ‘তাইইউয়ান’ জাহাজের গতিবিধি পর্যবেক্ষণ করছে যাতে যুদ্ধক্ষেত্রে শত্রুর গতিবিধির উপর আগাম ধারণা নিয়ে যুদ্ধক্ষেত্রে সুবিধা অর্জন করা যায়।