
গোবিপ্রবি প্রতিনিধি :
বুয়েটের তড়িৎ প্রকৌশল বিভাগের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদের ষষ্ঠ শাহাদাৎবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) ছাত্রদলের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) আসর নামাজ পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এই দোয়া অনুষ্ঠান টি অনুষ্ঠিত হয়। এসময় বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
২০১৯ সালের ৬ অক্টোবর শিবির ট্যাগ দিয়ে সারা রাত পিটিয়ে আবরার ফাহাদকে নির্মমভাবে হত্যা করা হয়। এ ঘটনাটি সারা দেশে গভীর শোক ও ক্ষোভের সঞ্চার করে এবং শিক্ষাঙ্গনে নিরাপত্তাহীনতা ও সহিংসতা নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়।
দোয়া মাহফিলে আবরারের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং তার পরিবারকে ধৈর্য ও শক্তি দেওয়ার জন্য প্রার্থনা করা হয়। বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতারা বলেন, আবরার ফাহাদ দেশের ছাত্রসমাজের অনুপ্রেরণার নাম। তারা শিক্ষাঙ্গনকে সহিংসতামুক্ত রাখার আহ্বান জানান এবং ছাত্রদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি তোলেন।