
রায়হান শেখ-মোল্লাহাট, বাগেরহাট :
জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে বাগেরহাটের মোল্লাহাটে নানা আয়োজনের মাধ্যমে দিবসটি পালন করা হয়েছে। আমি কন্যা শিশু স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি এই প্রতিপাদ্য সামনে রেখে দিবসটি উদযাপন করা হয়।
বুধবার (৮ অক্টোবর) সকাল ১১টায় দিবসটির শুরুতে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক দিয়ে প্রদক্ষিণ করে। র্যালিতে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে অংশগ্রহণ করে, যাতে ‘কন্যাশিশুর অধিকার’ বিষয়ক নানান স্লোগান লেখা ছিল। র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে একটি আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু। তিনি বলেন, কন্যাশিশুদের প্রতি আমাদের অনেক দায়িত্ব রয়েছে। তাদের শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিতকরা অত্যন্ত জরুরি। তাদেরকে সঠিক দিকনির্দেশনা দিয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে সহায়তা করতে হবে।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুনিয়া আক্তারের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারন অফিসার- শিউলি খাতুন, উপজেলা পরিসংখ্যান অফিসার- হায়দার আলী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা- সুধান কুমার রায়, উপজেলা পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা – জান্নাতী খাতুন, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা- যুথিকা বিশ্বাস, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী – আবুল কালাম আজাদ, মোল্লাহাট প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম, সাংবাদিক রায়হান শেখসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।
সভায় বক্তারা কন্যাশিশুদের উন্নয়ন ও সুরক্ষা নিশ্চিত করার জন্য সরকার ও সমাজের প্রতিটি সদস্যের অগ্রণী ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
উপস্থিত সকলে মিলে কন্যাশিশুদের স্বপ্ন ও তাদের ভবিষ্যৎ উজ্জ্বল করার প্রত্যয়ে অঙ্গীকারবদ্ধ হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।