গোবিপ্রবি প্রতিনিধি :
বুয়েটের তড়িৎ প্রকৌশল বিভাগের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদের ষষ্ঠ শাহাদাৎবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) ছাত্রদলের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) আসর নামাজ পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এই দোয়া অনুষ্ঠান টি অনুষ্ঠিত হয়। এসময় বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
২০১৯ সালের ৬ অক্টোবর শিবির ট্যাগ দিয়ে সারা রাত পিটিয়ে আবরার ফাহাদকে নির্মমভাবে হত্যা করা হয়। এ ঘটনাটি সারা দেশে গভীর শোক ও ক্ষোভের সঞ্চার করে এবং শিক্ষাঙ্গনে নিরাপত্তাহীনতা ও সহিংসতা নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়।
দোয়া মাহফিলে আবরারের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং তার পরিবারকে ধৈর্য ও শক্তি দেওয়ার জন্য প্রার্থনা করা হয়। বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতারা বলেন, আবরার ফাহাদ দেশের ছাত্রসমাজের অনুপ্রেরণার নাম। তারা শিক্ষাঙ্গনকে সহিংসতামুক্ত রাখার আহ্বান জানান এবং ছাত্রদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি তোলেন।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page