
হাবিবুল্লাহ বাহার-শ্যামনগর উপজেলা প্রতিনিধি :
আজ ২৩/৯/২৫ রোজ মঙ্গলবার শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়ন পরিষদের হলরুমে স্থানীয় পর্যায়ে সুপেয় পানির বর্তমান অবস্থা এবং চাহিদা নিরুপণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও সভাপতির আসন অলঙ্কৃত করেন আটুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবু সালেহ বাবু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, ইউনিয়ন পরিষদের সচিব,
কার্তিক চন্দ্র মন্ডল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্য ও সদস্য, শিক্ষক প্রতিনিধি, ও সুশীল সমাজের প্রতিনিধিগণ।
প্রধান অতিথির বক্তব্য চেয়ারম্যান আবু সালেহ বাবু বলেন, সুপেয় পানির বর্তমান অবস্থা এবং চাহিদা নিরূপণ বিষয়ক কর্মশালার খবর সরাসরি পাওয়া না গেলেও, বিদ্যমান প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশে সুপেয় পানির সংকট ক্রমশ বাড়ছে, যার প্রধান কারণ জলবায়ু পরিবর্তন, অতিরিক্ত ব্যবহার, নদী ও ভূগর্ভস্থ পানির লবণাক্ততা বৃদ্ধি, এবং অব্যবস্থাপনা। সংকট মোকাবিলায় টেকসই পরিকল্পনা গ্রহণ, জনগণের অংশগ্রহণ বৃদ্ধি, এবং পরিবেশগত ও জলবায়ু পরিবর্তন মোকাবিলার কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি,বলে আমি মনে করি।
আয়োজনে ও সার্বিক সহযোগিতায়,,, রূপান্তর।