
ঝিনাইদহ জেলা প্রতিনিধি :
ঝিনাইদহে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী সুবিধাবঞ্চিত শতাধিক শিশুদের মাঝে পোশাক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বিকালে শহরের পৌর ইকোপার্ক এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করেন স্বেচ্ছাসেবী একটি সামাজিক সংগঠন ইয়ুথ সান।
আয়োজনে প্রায় শতাধিক সুবিধাবঞ্চিত শিশুদের হাতে নতুন পোশাক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইয়ুথ সান এর প্রতিষ্ঠাতা সভাপতি মাকিবুল হাসান বাপ্পি, আহ্বায়ক সৌভিক পোদ্দার, সদস্য শোভন সাহা সবুজ, সৌরভ চৌধুরী, ভিবিডি সভাপতি অমৃতা বিশ্বাস, সিএম দিপান্ত গোলদার।
অনুষ্ঠানে উপস্থিত সংগঠনের নেতৃবৃন্দ বলেন, শারদীয় দুর্গাপূজা বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব। এই আনন্দে যাতে সুবিধাবঞ্চিত শিশুরাও অংশ নিতে পারে, সেজন্য তাদের হাতে নতুন পোশাক তুলে দেওয়া হয়েছে। তারা আরও জানান, সমাজের সামর্থ্যবান ব্যক্তিরা যদি এগিয়ে আসেন, তবে অসহায় মানুষরা উৎসবে আনন্দ ভাগাভাগি করতে পারবেন।
পোশাক পেয়ে খুশি হয়ে উঠেছে শিশুরা। তারা জানান, এ ধরনের উদ্যোগ তাদের আনন্দকে দ্বিগুণ করেছে।