
মোহাম্মদ ওয়াহেদ আলী-লালমনিরহাট :
লালমনিরহাট জেলা বিএনপির উদ্যোগে সনাতন ধর্মালম্বীদের নিয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা করেন লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি সাবেক মন্ত্রী জনাব অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ও সাংগঠনিক সম্পাদক বিএনপি জাতীয় নির্বাহী কমিটি।
উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জনাব আসাদুল হাবিব দুলু বলেন আমাদের এই বাংলাদেশ সংখ্যা লঘু সম্প্রদায় বলতে কিছু নাই। আমাদের বাংলাদেশ সব ধর্মের লোকেরা সমান সুযোগ সুবিধা ভোগ করে। তাই ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই সমান অধিকার পালন করে এটাই বাংলাদেশ।
এই সনাতন ধর্মালম্বীদের দুর্গাপূজা শুধু সনাতন ধর্মালম্বীরা পালন করে না আমাদের দেশের সব ধর্মের লোক এই উৎসবকে আমরা সবাই উপভোগ করি। তাই যে যাই বলুক না কেন যত সমালোচনায় করুক না কেন আমাদের ঐক্য কে কোনভাবেই কেউ বিনষ্ট করতে পারবে না। আমরা চাই সনাতন ধর্মালম্বীদের শারদীয় দুর্গাপূজা জাতে নিশ্চিদ্র নিরাপত্তায় সুন্দরভাবে শেষ হয় সবার কাছে এই কামনা করি।