
আরিফ রববানী-ময়মনসিংহ :
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার উস্থি ইউনিয়ন
এলাকায় একটি অবৈধ ব্যাটারী কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
রবিবার (২১সেপ্টেম্বর) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট
আমির সালমান রনির নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
অভিযানে পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫-এর ১৫(১) এর ধারা অনুযায়ী উপজেলার উস্থি ইউনিয়নে অবস্থিত সানফ্লাওয়ার ব্যাটারিজ লিমিটেড-কে মোবাইল কো’র্টে’র মাধ্যমে ১,০০,০০০/- (এক লক্ষ টাকা) অ’র্থ’দ’ণ্ড প্রদান করা হয়েছে। আদেশ অনুযায়ী, সরকারি অনুমোদন না পাওয়া পর্যন্ত কারখানাটির উৎপাদন কার্যক্রম ব’ন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কারখানাটিতে প্রতিদিন গড়ে সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজার পর্যন্ত ব্যাটারি পুড়িয়ে সিসা আলাদা করা হতো। এতে নির্গত কালো ধোঁয়া ও অ্যাসিডের দুর্গন্ধে পথচারী ও আশপাশের মানুষ চরম ভোগান্তিতে পড়ছিলেন। পরিবেশ অধিদপ্তরের কোনো অনুমোদন ছাড়াই পরিচালিত এই কারখানার বিষাক্ত রাসায়নিক পদার্থ সরাসরি ফসলি জমি বেয়ে বিভিন্ন নদ-নদী ও খালে মিশে পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপর মারাত্মক প্রভাব ফেলছিল।
বিষয়টি নিশ্চিত করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট
আমির সালমান রনি বলেন, পরিবেশ ও জনস্বাস্থ্যের ক্ষতিকর যে কোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে সার্বিক সহযোগিতা করে গফরগাঁও থানা পুলিশের একটি টিম। এসিল্যান্ড জানান- পরিবেশ বি’রো’ধী কার্যক্রমের বি’রু’দ্ধে ভবিষ্যতেও ক’ঠো’র পদক্ষেপ গ্রহণ করা হবে