
জলঢাকা প্রতিনিধি :
নীলফামারীর জলঢাকা উপজেলায় পেটপুরে আহার কর্মসুচিতে ভিক্ষুক ও পথচারীদের মাঝে রান্না করা খাবার পরিবেশন করা হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার দুপুরে দাতব্য সংস্থা “এসো দেশ গড়ি” কার্যালয় চত্বরে শতাধিক সুবিধাবঞ্চিত অসহায় ও পথচারীর মাঝে রান্না করা খাবার পরিবেশন করেন স্বেচ্ছাসেবী সংগঠনটি।
এসময় উপস্থিত ছিলেন দাতব্য সংস্থা এসো দেশ গড়ি’র সভাপতি মাওলানা নুর মোহাম্মদ ও নির্বাহী পরিচালক আনারুল ইসলাম। এসময় তারা সুবিধাবঞ্চিত অসহায় মানুষের পাশে দাড়ানোর জন্য সমাজের বৃত্তবান মানুষের প্রতি আহবান জানান। দাতব্য সংস্থা “এসো দেশ গড়ি এই কর্মসুচি পালন করে।