
সুমন খান :
রাজধানীর মিরপুরে মডেল থানার সংলগ্ন নাহার রোড এলাকায় ভয়াবহ দস্যুতার ঘটনায় স্থানীয়রা চরম আতঙ্কে। ভুক্তভোগীর কাছ থেকে আধুনিক iPhone 15 Pro Max, নগদ অর্থ ভর্তি মানিব্যাগ এবং একটি কালো রঙের হোন্ডা CBR মোটরসাইকেল ছিনতাই হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে উদ্ধার করেছে একটি ধারালো সুইচগিয়ার চাবুক।পুলিশ সূত্রে জানা যায়, গত ১৮ সেপ্টেম্বর ২০২৫ রাত আনুমানিক ৮টার দিকে এ ঘটনা ঘটে।
দস্যুরা ভুক্তভোগী বাতিম ইবনে রহমান (১৯), পিতা: আব্দুর রহমান, মাতা: রহিমা আক্তার, ঠিকানা: মিরপুর-২, ঢাকা এর কাছ থেকে ছিনতাই করেএকটি কালো চামড়ার মানিব্যাগ (ভেতরে নগদ ৪৫০ টাকা),একটি iPhone 15 Pro Max, একটি কালো রঙের হোন্ডা CBR মোটরসাইকেল।ভুক্তভোগী বাতিম ইবনে রহমান মিরপুর মডেল থানায় লিখিত এজাহার দায়ের করলে একই দিনে রাত ১১টা ৪৫ মিনিটে মামলা রুজু হয়। মামলাটি আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০১৯ (সংশোধন) এর ৪/৫ ধারা মোতাবেক গ্রহণ করা হয়েছে।
এজাহারে প্রধান অভিযুক্ত হিসেবে নাম এসেছেমোঃ সাইফ আহমেদ (২৮), পিতা: মান্নান মিয়া, মাতা: নারগিস বেগম।তিনি অজ্ঞাত পেশার ও এলাকায় অপরিচিত হিসেবে চিহ্নিত। সূত্র জানায়, তার সঙ্গে আরও একজন সহযোগী ছিল, যাকে প্রাথমিকভাবে আটক করেছে পুলিশ।মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ রোমান বলেন ঘটনার পরপরই মামলা রুজু হয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধারকৃত ধারালো সুইচগিয়ার চাকু জব্দ করা হয়েছে। প্রধান অভিযুক্তকে গ্রেফতারে পুলিশি অভিযান চলছে। যেহেতু মামলাটি দ্রুত বিচার আইনের আওতায়, তাই আইনানুগ ব্যবস্থা দ্রুত গ্রহণ করা হবে।
স্থানীয়দের ভাষ্যে, সম্প্রতি এলাকায় দস্যুতা ও ছিনতাই বেড়ে গেছে। নাহার রোডে এ ধরনের বড় ঘটনার পর জনমনে ভয় সৃষ্টি হয়েছে।আমরা চাই অপরাধীদের দ্রুত গ্রেফতার করা হোক। পুলিশি টহল বাড়াতে হবে। না হলে সাধারণ মানুষের নিরাপত্তা চরম হুমকির মুখে পড়বে।একজন স্থানীয় ব্যবসায়ী।পুলিশের গোয়েন্দা বিভাগ জানিয়েছে, আটককৃত সহযোগীর কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে। ধারণা করা হচ্ছে, এ দস্যু চক্র রাজধানীর বিভিন্ন স্থানে সক্রিয় এবং একাধিক অপরাধে জড়িত।