
সাবিনা ইয়াসমিন :
গাজীপুরের কাশিমপুরে নামা বাজার এলাকায় শ্মশান মন্দিরে পূজা উদযাপন কমিটির তৈরি ৫ ৬ টি প্রতিমা ভাঙ্গা অবস্থায় পাওয়া গেছে। বুধবার বিকেল চারটার দিকে এই ঘটনা ঘটে।
পূজা উদযাপন কমিটির সদস্যরা জানান দুপুরে কারিগর ও স্বেচ্ছাসেবকরা খাবারের উদ্দেশ্যে গেলে দুর্বৃত্তরা প্রতিমা গুলো ভাঙচুর করে পালিয়ে যায়। পাহারাদার সন্ধ্যায় আলো জ্বালাতে গিয়ে প্রতিমা গুলো ভাঙা অবস্থায় দেখতে পান। প্রতি বছরের মতো এবারও দুর্গাপূজা আয়োজনের প্রস্তুতি চলছিল। সারাদিন বৃষ্টি হওয়ার কারণে দুপুরের পর ফিরে এসে দেখা যায় ৫-৬ টি প্রতিমা ক্ষতিগ্রস্ত।
অগ্রগামী যুব সংঘ সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপের সাধারণ সম্পাদক বলেন, এটা সত্যিই দুঃখজনক। করা নিরাপত্তা এবং পাহারার ব্যবস্থা থাকা সত্ত্বেও দুপুরে সবাই বাইরে গেলে দুর্বৃত্তরা সুযোগ নেয়।
অন্যদিকে পুলিশের দাবি, দুর্বৃত্ত নয় প্রাকৃতিক দুর্যোগেই প্রতিমা গুলো ভেঙেছে। তারা বলেন সারাদিন বৃষ্টি থাকায় এবং ঝড় হাওয়াতে ওই ঝড় এই প্রতিমা ভেঙেছে। এত মানুষের উপস্থিতিতে ইচ্ছে করে ভাঙচুর করা প্রায় অসম্ভব।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পুলিশ জানিয়েছে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
কাশিমপুরে প্রতিমা ভাঙচুর নাকি ঝড়ে ক্ষতিগ্রস্ত তা এখনো তদন্তাধীন। তবে ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে হতাশা ও খুব বিরাজ করছে।