
নিজস্ব প্রতিবেদক :
ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে দলীয় প্রার্থী চূড়ান্তের কাজ এগিয়ে নিচ্ছে বিএনপি। ইতিমধ্যে সম্ভাব্য প্রার্থীদের কাছে দলীয় বার্তা পৌঁছানো শুরু হয়েছে। যদিও আনুষ্ঠানিক প্রার্থী ঘোষণা করা হবে নির্বাচনের তফসিল ঘোষণার পর। নির্বাচনের প্রস্তুতি এগিয়ে নিতে অর্ধেকেরও বেশি আসনে তফসিল ঘোষণার আগেই প্রার্থীদের চূড়ান্ত করার লক্ষ্য নিয়েছে বিএনপি। ইতিমধ্যে দেশের বিভিন্ন আসনের প্রার্থীদের গ্রিন সিগন্যাল দেয়া হয়েছে। রাজধানীতে কয়েকটি আসনে প্রার্থীও প্রায় চূড়ান্ত। ঢাকা জেলা ও মহানগরে ২০টি আসনের মধ্যে এবার নতুন মুখ আসবে বেশি।
ঢাকা-১৭ আসনে বিএনপি’র সমর্থন পেতে যাচ্ছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। ঢাকা-১৩ আসনেও বিএনপি’র সমর্থন পাচ্ছেন সমমনা দল জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ, ঢাকা-১৬ আসনে ঢাকা মহানগর উত্তর বিএনপি’র আহ্বায়ক আমিনুল হক দলীয় প্রার্থী হচ্ছেন এটা প্রায় নিশ্চিত, ঢাকা-৪ আসনে দলীয় মনোনয়ন পেতে যাচ্ছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র সদস্য সচিব তানভীর আহমেদ রবিন, ঢাকা-১৫ আসনে দলীয় প্রার্থী হচ্ছেন সাবেক যুবদল নেতা শফিকুল ইসলাম মিল্টন। এ ছাড়া ঢাকায় গুলশান কিংবা অন্য একটি আসন থেকে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে নির্বাচন করার পরামর্শ দেয়া হচ্ছে। কিন্তু তিনি নিজ নির্বাচনী এলাকা বগুড়ায় নির্বাচন করতে চান বলে মানবজমিনকে জানিয়েছেন। ওদিকে ঢাকা-৫ আসন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজে নির্বাচন করতে পারেন বলে আলোচনা রয়েছে। এসব আসনে এখন দলের একাধিক সম্ভাব্য প্রার্থী তৎপর রয়েছেন। তারা বিভিন্ন প্রচার-প্রচারণাও চালাচ্ছেন।
গত সোমবার বিএনপি’র স্থায়ী কমিটির বৈঠকে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ধরে দলকে পুরোপুরি নির্বাচনমুখী করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। নির্বাচনী ইশতেহার প্রণয়নের কাজ সম্পন্ন করতে চায় দলটি। ৩১ দফার আলোকেই নির্বাচনের ইশতেহার প্রণয়ন করার সিদ্ধান্ত নেয়া হয়। আগামী নির্বাচনে প্রতিটি আসনে দলীয় একক প্রার্থী দিতে চায় দলটি।