
অর্পিতা দাশ কথা-গোবিপ্রবি প্রতিনিধি :
অফিস না করার শর্তে জামিন দেওয়া হলেও জুলাই গণহত্যায় সরাসরি সমর্থনদাতা এবং জুলাই ছাত্র আন্দোলন চলাকালীন শিক্ষার্থীদের হামলার হুমকি প্রদানকারী গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) উপ-রেজিস্ট্রার ফারজানা ইসলামকে আদালতের আদেশ অমান্য করে অফিস করার অনুমতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৯টায় প্রশাসনের সম্মতিতে আদালতের আদেশ অমান্য করে তাকে অফিস করতে দেখা যায়।
জানা যায়, জুলাই গণহত্যা চলাকালীন গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরোধিতা করে বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে তিনি অংশগ্রহণ করেন এবং বিভিন্ন মেসেঞ্জার গ্রুপে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা করে ক্যাম্পাস থেকে বের করে দেওয়াসহ বিভিন্ন উসকানিমূলক বক্তব্য দেন।
৫ আগস্টের পর তার ওই বক্তব্যের স্ক্রিনশট বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হয়। এরপর শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত ২২ ডিসেম্বর ২০২৪ দুপুর ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের সামনে থেকে ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে। যদিও চাকরিতে যোগদান না করা, আওয়ামী লীগের রাজনীতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত না হওয়া এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর যেকোনো ধরনের হুমকি, হামলা বা ষড়যন্ত্রের চেষ্টা না করার শর্তে তাকে জামিন দেওয়া হয়।
আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও ফারজানাকে অফিস করার বিষয়ে জানতে চাইলে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন, “অভিযোগ আছে, তদন্ত কমিটি তদন্ত করার পর ব্যবস্থা নেওয়া হবে। তাকেতো চাকরি থেকে বরখাস্ত করা হয়নি। সে এতদিন ছুটিতে ছিল। যেহেতু চাকরিচ্যুত হয়নি, আসলে তো বাধা দিতে পারি না।”