
ধামইরহাট প্রতিনিধি :
নওগাঁর ধামইরহাটে স্থানীয় সাংবাদিকদের সহিত শিশু সুরক্ষা বিষয়ক একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ সেপ্টেম্বর সাড়ে ১০টায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ধামইরহাট এপি’র আয়োজনে এপি ম্যানেজার মানুয়েল হাসদার সভাপতিত্বে সভায় ধামইরহাট উপজেলার স্থানীয় প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন। উক্ত সময়ে শিশু সুরক্ষার বর্তমান ও ভবিষ্যৎ কার্যাবলী নিয়ে বিস্তারিত আলোচনা হয়। অংশগ্রহণকারীরা শিশু সুরক্ষাসহ নানা মতামত প্রদান করেন। এপি ম্যানেজার শিশু সুরক্ষা কার্যক্রম মাল্টিমিডিয়ার মাধ্যমে সকলের সামনে উপস্থাপন করেন।
এসময়ে ধামইরহাট প্রেসক্লাব, মডেল প্রেসক্লাব, উপজেলা প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়ন এবং বাংলাদেশ প্রেসক্লাবসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও উপস্থিত ছিলেন, প্রোগ্রাম অফিসার নাথন চৌকিদার, মুকুল বৈরাগি, ডেভিড সাংমা, রোজলিন কোরাইরা, শারমিন আকতার সুরভি সহ এপির কর্মকর্তাবৃন্দ। ওয়ার্লড ভিশনের বিভিন্ন কার্যক্রমের বিষয়ে মতামত ব্যক্ত করেন, ধামইরহাট উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এম.এ মালেক, মডেল প্রেস ক্লাবের সভাপতি অরিন্দম মাহমুদ, সাংবাদিক ইউনিয়ন সদস্য সচিব মমিনুল ইসলাম, সাংবাদিক রিফাতুল হাসান সৈকত প্রমুখ। ওয়ার্ল্ড ভিশন কর্মকর্তা উপস্থিত সাংবাদিকদের মাঝে ধন্যবাদ জ্ঞাপন ও শুভেচ্ছা বিতরণ করেন।