
রায়হান শেখ-মোল্লাহাট :
ভাদ্র মাসের শেষ দিনে বাগেরহাটের মোল্লাহাটে হিন্দু সম্প্রদায় বিশ্বকর্মা পূজা পালন করেছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল থেকে স্থানীয় ব্যবসায়ী হিন্দু সম্প্রদায়ের মানুষজন দোকানপাট পরিষ্কার করে সকাল ১০টার মধ্যে বন্ধ রাখেন এবং সারাদিন কোনো লেনদেন করেননি।
কাপড় ব্যবসায়ী, স্বর্ণ ব্যবসায়ী, নাপিতসহ অধিকাংশ হিন্দু সম্প্রদায়ের মানুষ পূজা-অর্চনা ও বিশেষ প্রার্থনায় অংশ নেন। পূজাকে কেন্দ্র করে এলাকায় ধর্মীয় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।