
তানিম আহমেদ-নালিতাবাড়ী :
শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার বহুল আলোচিত তুলা মিয়া হত্যা মামলার অন্যতম আসামি মো. আজিজুল হক (৩৫) কে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের সদস্যরা রাজধানীর উত্তরার মাসকট প্লাজার সামনে থেকে গ্রেফতার করেছে।
র্যাব জানায়, নিহত তুলা মিয়া (৩৭) ও আসামি আজিজুল হক (৩৫) এবং অপর আসামি মো. নাজমুল হক (৩০) পরস্পরের বন্ধু ছিলেন। ২৪ আগস্ট ২০২৫ তারিখ রাতে টাকা-পয়সা লেনদেন সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে নাজমুল হকের বাড়িতে ডেকে নিয়ে গিয়ে ধারালো দা দিয়ে কুপিয়ে ও শ্বাসনালী কেটে নির্মমভাবে হত্যা করা হয় তুলা মিয়াকে। গুরুতর আহত অবস্থায় তাকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পরদিন নিহতের পিতা মো. নুরুল হক (৬৫) বাদী হয়ে নালিতাবাড়ী থানায় হত্যা মামলা (মামলা নং-৩০, তারিখ: ২৫ আগস্ট ২০২৫, ধারা: ৩০২/৩৪ দণ্ডবিধি) দায়ের করেন। মামলার পর থেকে র্যাব ছায়াতদন্ত চালিয়ে আসছিল।
১৫ সেপ্টেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ দুপুর ২টা ৩০ মিনিটে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্প ও র্যাব-১, সিপিসি-২, উত্তরা ক্যাম্প যৌথ অভিযান চালিয়ে ঢাকা উত্তরার পশ্চিম থানাধীন মাসকট প্লাজার সামনে থেকে পলাতক আসামি মো. আজিজুল হককে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শেরপুর জেলার নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।