
মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা :
গাইবান্ধা সদর উপজেলায় ১নং লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে ও পরিবর্তন প্রজেক্ট, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় বাল্য বিবাহ মুক্ত ইউনিয়ন ঘোষনায় অগ্রগতি উদযাপন এবং কার্যক্রমকে আরো গতিশীল করার লক্ষ্যে আলোচনা সভা লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, লক্ষ্মীপুর স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ মোঃ আব্দুল মতিন, ক্ষুদ্দ মালিবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বরিকুল আলম, হাটপক্ষীপুর আবুল কাশেম দাখিল মাদ্রাসার সুপার আব্দুর রাজ্জাক সরকার, পরিবর্তন প্রজেক্ট ওয়ার্ল্ড ভিশন গাইবান্ধার প্রজেক্ট অফিসার রেখা খাতুন এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক, মসজিদের ইমাম, কিশোর কিশোরীদের অভিভাবক ও বিভিন্ন ইয়ুথ গ্রুপের সদস্যরা উপস্থিত ছিলেন।