
মোঃ মোহাইমেনুর রহমান সানা-নীলফামারী :
স্বৈরাচার পতন আন্দোলনে গ্রেফতারকৃত জুলাই রাজবন্দী গনের ৭ দফা দাবি পেশ করতে সারা বাংলাদেশের ন্যায় নীলফামারী জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদানের অংশ হিসাবে নীলফামারী জেলা রাজবন্দী গনের পক্ষ থেকে জেলা প্রশাসন এর প্রতিনিধি হিসাবে অতিরিক্ত জেলা প্রশাসক নীলফামারী (রাজস্ব) মহোদয়ের কাছে স্মারকলিপি প্রদান করে।স্মারকলিপি দিতে গিয়ে জুলাই রাজবন্দীগণ বলেন এটা আমাদের ন্যায্য দাবি।
কারণ আন্দোলনরত অবস্থায় রাজ বন্দীগনরাই ছিল সবচেয়ে বেশি ঝুঁকিতে।দেরিতে হলেও সারা দেশের রাজবন্দীগণ রাষ্ট্রীয় স্বীকৃতি সহ ৭ দফা দাবি তুলেছে এবং তা বাস্তবায়নের যে দরকার আছে আমরা বুঝতে পারছি।আশা করি সরকার আমাদের এ দাবির প্রতি সুবিচার করে রাজবন্দী গণদের রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদানে সচেষ্ট হবেন এমনটাই প্রত্যাশা করেন।জুলাই রাজবন্দীগন বলেন জুলাই গনঅভ্যুত্থানে যারা নিহত হয়েছে,আহত হয়েছে পঙ্গুত্ব বরন করেছে তাদের রাস্ট্রীয় স্বীকৃতি সহ সরকারের পক্ষ থেকে যে ব্যবস্থা নেওয়া হয়েছে সেটাকে আমরা সমর্থন করি কিন্তু সরকারের মনে রাখা উচিত আন্দোলনরত অবস্থায় যারা গ্রেফতার হয়েছিল আজ শেখ হাসিনার পতন না হলে গ্রেফতারকৃতদের কারাগারের বাইরে আজ পর্যন্ত আসার সুযোগ ছিল না।
গ্রেফতারকৃতদের নামে দেশদ্রোহী সহ অস্ত্র মামলার মাধ্যমে জঙ্গি আখ্যা দিয়ে এদেরকে জেলেই ধুকে ধুকে মেরে ফেলতো।এছাড় জুলাই আন্দোলনে যারা গ্রেফতার হয়েছিল তাদের উপরে নানাভাবে অত্যাচার চালানো হয়েছে রিমান্ডে নেওয়া হয়েছে।আন্দোলনরত অবস্থায় গ্রেফতারকৃতরা বুলেট,টিয়ারসেল এবং লাঠিচার্জ এর শিকার হয়ে তারা প্রত্যেকেই আহত অবস্থায় ছিল।কারাগারে তাদের চিকিৎসার ব্যবস্থা করাও হয়নি।
গ্রেপ্তারকৃত অবস্থায় জুলাই রাজবন্দীগণ একের অধিক মামলা হওয়ায় ওই সময় স্বৈরাচার সরকারের ওইসব মামলা থেকে মুক্তির জন্য অর্থনৈতিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে করে।এছাড়া জুলাই রাজবন্দীগণ মনে করেন তাদের রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিতে সরকার ব্যর্থ হলে দলীয় সরকার দ্বারা ভবিষ্যতে তাদের জীবন হুমকির মুখে পড়তে পারে।
এজন্য জুলাই রাজবন্দিগণ তাদের ৭ দফা দাবিকে মেনে নিয়ে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি সহ জুলাই সনদের আওতায় আনতে এ সরকারকে উদারত আহ্বান জানিয়েছেন।