
মোঃ আসমাউল হোসেন-কয়রা, খুলনা :
সুন্দরবনের নলিয়ান ও কাশিয়াবাদ স্টেশনের বোন রক্ষীরা বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ সময়ে কাঁকড়া ধরার অপরাধে সাতটি নৌকা জব্দ করেছে। এ সময় উদ্ধার করা হয়েছে 210 কেজি অবৈধ কাঁকড়া ও কাঁকড়া ধরার বিভিন্ন সরঞ্জাম।
বন বিভাগের সূত্রে জানা গেছে, গত সোমবার (১৪ জুলাই) দিনব্যাপী বিশেষ অভিযান চালায় নলিয়ান স্টেশনের বনরক্ষীরা। অভিযানে পাঁচটি নৌকা জব্দ করা হয়, যেগুলো দিয়ে সুন্দরবনের বিভিন্ন নদী খালে অবৈধভাবে কাঁকড়া ও মাছ ধরা হচ্ছিল। অভিযানে নেতৃত্ব দেন স্টেশনের কর্মকর্তা মোঃ শমসের আলী।
খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মোঃ শামীম রেজা মিন্টু বলেন, এ ব্যাপারে বোন আইনে মামলা দায়ের করা হয়েছে।
জব্দকৃত কাঁকড়া আদালতের অনুমতিক্রমে নদীতে অবমুক্ত করা হয়েছে।
এদিকে একই দিনে কাশিয়াবাদ স্টেশনের জাবা নদীর মুড়ালি খাল এলাকায়ও অভিযান চালানো হয়। স্টেশন কর্মকর্তা মোঃ নাসির উদ্দিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে আরও দুটি নৌকা জব্দ করা হয় এবং কাঁকড়া ধরার ফাঁদ ও সরঞ্জাম উদ্ধার করা হয়।
তবে বন বিভাগের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা গহীন বনে পালিয়ে যায়। এ ঘটনায় বন আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।