
বদিউজ্জামান-জলঢাকা, নিলফামারী :
ছিট মীরগঞ্জ সালন গ্রাম, ১৫ সেপ্টেম্বর ২০২৫ (সোমবার): ছিট মীরগঞ্জ সালন গ্রাম কামিল মাদ্রাসার হল রুমে আজ অনুষ্ঠিত হয়েছে আলিম ১ম বর্ষের ক্লাসের শুভ উদ্বোধন অনুষ্ঠান। কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এক সৌহার্দ্যপূর্ণ ও ভাবগম্ভীর পরিবেশে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মাওলানা আব্দুর রশিদ। তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন: “নতুন ফুল হিসেবে তোমরা যারা আমাদের বাগানে আজকে এসেছো, তোমাদেরকে এ বাগানের পক্ষ থেকে জানাই আহলান, সাহলান, মারহাবান, তাইয়্যেবান, কনগ্রাচুলেইশন, অভিনন্দন।” তিনি আরও বলেন, “তোমরা জ্ঞান ও নৈতিকতার আলোয় আলোকিত হয়ে এ মাদ্রাসার গৌরব বৃদ্ধি করবে — এই আমাদের প্রত্যাশা।”
অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তৃতা, শুভেচ্ছা বক্তব্য এবং নবীনদের ফুল দিয়ে বরণ করে নেওয়ার মাধ্যমে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
সবশেষে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়, যেখানে দেশ ও জাতির মঙ্গল, মাদ্রাসার উন্নয়ন এবং শিক্ষার্থীদের আলোকিত ভবিষ্যতের জন্য প্রার্থনা করা হয়।
কোরআন তেলাওয়াত দিয়ে শুরু হওয়া এ উদ্বোধনী অনুষ্ঠান দোয়া ও মোনাজাতের মাধ্যমে পরিসমাপ্তি লাভ করে।