
মো: হাফিজুল ওয়ারেছ-সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :
টাঙ্গাইলের সখীপুর আবাসিক মহিলা কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ন তুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল ১১টায় কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠান হয়।
এতে নবীন শিক্ষার্থীদের উপস্থিতি ও প্রাণবন্ত অংশগ্রহণে দিনটি এক আনন্দঘন মিলনমেলায় পরিণত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি সা’দত কলেজের অধ্যক্ষ প্রফেসর মনিরুজ্জামান মিয়া। কলেজের এডহক কমিটির হিতৈষী সদস্য বীর মুক্তিযোদ্ধা শাজাহান সাজুর সভাপতিত্বে বক্তব্য দেন সখীপুর আবাসিক মহিলা কলেজের অধ্যক্ষ এম এ রউফ, সরকারি সাদত কলেজের উপাধ্যক্ষ প্রফেসর সুব্রত কুমার সাহা, সখীপুর আবাসিক মহিলা কলেজের উপাধ্যক্ষ এস এম জাকির হোসাইন, সমাজকর্ম বিভাগের প্রধান বিলকিস লতা, কলেজের মেধাভিত্তিক ছাত্রী সংসদের ভিপি সোনিয়া আক্তার, নবীন শিক্ষার্থী মদিনা আক্তার প্রমুখ।
সঞ্চালনা করেন বাংলা বিভাগের প্রধান মুহম্মদ আবদুল আলীম।
অনুষ্ঠানে কলেজের পুরনো শিক্ষার্থীরা গোলাপ ফুল দিয়ে নতুন শিক্ষার্থীদের বরণ করে নেন।