
সুরঞ্জন তালুকদার-মধ্যনগর :
প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করেও উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে সুনামগঞ্জের মধ্যনগর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ।
রবিবার (১৪সেপ্টেম্বর) মধ্যনগর বাজারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিপ্লব তালুকদার এবং সাধারণ সম্পাদক পদে মোসারফ নির্বাচিত হয়েছেন।
দুপুর ১২টা থেকে শুরু হওয়া প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন মধ্যনগর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কামাল হোসেন। যুগ্ম আহ্বায়ক মো.মোসারফ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আবে হায়াৎ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল কাইয়ুম মজনু ও যুগ্ম আহ্বায়ক মো. আবুল বাশার এবং উপজেলা বিএনপির সদস্য মো. কামাল হোসেন।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য বিপ্লব তালুকদার, শাহনেওয়াজ, উঃ বংশিকুন্ডা ইউনিয়ন বিএনপির সভাপতি মোক্তার হোসেন, সাধারণ সম্পাদক আঃ সালাম, দক্ষিণ বংশিকুন্ডা ইউনিয়ন বিএনপির সভাপতি সাহেবুর মিয়া, সাধারণ সম্পাদক ইমামুল গনি রুবেল, সহ-সভাপতি সাইকুল ইসলাম, চামরদানী ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক কামাল খন্দকার,যুবদলের আহ্বায়ক গোলাম সাইফুল, যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান জিয়া,সাজিবুল হক তালুকদার,মহিবুর রহমান মানিক, আব্দুল আলীম, সেচ্ছাসেবক দলের সদস্য সচিব সেফুল আহমেদ, ,জেলা সেচ্ছাসেবক দলের সদস্য তৌফিক খন্দকার, উপজেলা যুগ্ম আহ্বায়ক , শ্রমিক দলের সভাপতি আব্দুল জলিল, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মুসাব্বির হোসেন সাগর,জেলা ছাত্র দলের যুগ্ম , সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ ফরিদ, যুগ্ম আহ্বায়ক বাপ্পি হাসান, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান,আকাশ, তুহিন প্রমুখ।
প্রথম অধিবেশন শেষে দুপুর ২টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৪৫৯ জন ভোটারের মধ্যে ৩৭৪ জন ভোটাধিকার প্রয়োগ করেন।সাধারণ সম্পাদক পদে মোঃ মোশারফ হোসেন তালা প্রতীক নিয়ে ২২০ভোটে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. জামাল মিয়া (ফুটবল প্রতীক) পান ১৫৯ ভোট।
একক প্রার্থী হিসেবে সহ-সভাপতি পদে মোঃ বিল্লাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ গোলাম কিবরিয়া এবং সাংগঠনিক সম্পাদক পদে মোঃ ফারুক মিয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
সন্ধ্যা সোয়া ৬টার দিকে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মো. আবে হায়াৎ এবং সহকারী নির্বাচন কমিশনার মো. আব্দুল কাইয়ুম মজনু।