
মোঃ হাফিজুল ওয়ারেছ-সখিপুর প্রতিনিধি :
১৯৯৯ সালে যারা সখীপুর উপজেলা থেকে এস.এস.সি পাশ করেছিলো তাদের নিয়ে ২০২২ সালের ২৯ জুলাই একটি ব্যতিক্রমধর্মী সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন এস.এস.সি ‘৯৯ ওয়েলফেয়ার ফাউন্ডেশন গঠিত হয়। এ সংগঠনের মূল উদ্দেশ্য গরীব ও মেধাবী শিক্ষার্থীদের পড়াশুনার ব্যবস্থা করা ও বিভিন্ন সময় মুমূর্ষু রোগীদের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া।
এছাড়া এ সংগঠন থেকে সকল বন্ধুদের প্রতিবছর মিলনমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। তারই ধারাবাহিকতায় ১২ সেপ্টম্বর ২০২৫ শুক্রবার সকাল ৯:৩০ ঘটিকায় বহেড়াতৈল হতে নৌকা ছেঁড়ে ডুমনিবাড়ি উচ্চ বিদ্যালয়ের সামনে অবস্থান করে।
উক্ত বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বন্ধুরা সবাই মধ্যাহ্ন ভোজে অংশ নেয়। মধ্যাহ্নভোজ শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভাটি প্রভাষক মনসুর আলীর সভাপতিত্বে প্রভাষক হাফিজুল ওয়ারেছ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন মো: শিহাব উদ্দিন-প্রকাশক ও সম্পাদক, দৈনিক জন জাগরণ, জি. এস. জয়-নির্বাহী সম্পাদক, দৈনিক জন জাগরণ, নূর-ই-আজম-যুগ্ম আহ্বায়ক, সখিপুর উপজেলা যুবদল, অধ্যক্ষ মেহেদী হাসান জুয়েল, জাকির হোসেন, হাফিজুর রহমান হান্নান, হামিদুল, আরিফুল ইসলাম লিটন, নাসির উদ্দিন রুমি, মো জুয়েল রানা, কাউন্সিলর সাইদ,
ব্যাংকার রেজাউল করিম জুয়েল, ব্যাংকার রকিব তালুকদার, প্রভাষক মোশারফ হোসেন, সাবেক সভাপতি নূর মোহাম্মদ সিরাজী, সদস্য সচিব রফিক আমিন, ডাঃ মাসুদ রানা, কৃষিবিদ রফিকুল ইসলাম, ব্যাংকার জাহিদ, মইনুল, প্রভাষক রফিক, এস. আই ইমদাদ, বাদল, জুয়েল রানা, দেলোয়ার হোসেন, লিটন, মিজান শাকিল, শামীম, মোশারফ, রানা, আশিক ইকবাল বাদল, মীর সোহেল, আজিজুল হাকিম, সাজেদুল, নুরুজ্জামান, শহিদুল, ডা: মিন্টু, আ: হাই সুমন, আ: লতিফ, কামরুল, আ: রউফ, ইসমাইল, মফিজ প্রমুখ।