
আরিফ রববানী-ময়মনসিংহ :
ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শিবিরুল ইসলাম বলেছেন- মাদক,সন্ত্রাস, চাঁদাবাজ মাদক,ছিনতাইকারীদের জায়গা ময়মনসিংহে হবে না,যে কোন অপরাধ এবং অপরাধীর সাথে আমার কোন আপোষ নেই। যে অপরাধী হবে তাকেই বিচারের আওতাধীন আনবোই।
বৃহস্পতিবার (১১সেপ্টেম্বর) বিকালে ময়মনসিংহ সিটি করপোরেশন এর ২২ নং ওয়ার্ডে মাদক, জুয়া, ইভটিজিং, বাল্যবিবাহ, অশ্লীলতা এবং সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার লক্ষে আয়োজিত জনসচেতনতামূলক বিট পুলিশিং সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম। এসময় তিনি মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্সনীতি জারি করেন।
তিনি আরো বলেন-আমি ময়মনসিংহের কোতুয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করার পর থেকে সর্বোচ্চ চেষ্টা করছি ময়মনসিংহ সদর উপজেলার যে যত বড় ক্ষমতাসীন হোক না কেনো, এমনকি অতি আপনজন হলেও অপরাধ করলে একবৃন্দুও ছাড় পাবেনা। কিশোর গ্যাং, থেকে শুরু করে সন্ত্রাস, জঙ্গি, মাদককারবারী সহ যেকোনো অপরাধে জগতদের যারা নেতৃত্ব দেবে তাদেরকেও ছাড় দেয়া হবে না। তিনি বলেন- আমি ময়মনসিংহের কোতোয়ালি এলাকার সাধারন জনতার সেবক হিসেবে কাজ করার চেষ্টা করে যাচ্ছি। প্রতিটি এলাকার সচেতন মানুষের সহযোগিতা পেলে সব ধরনের অপরাধ নির্মূল করা সম্ভব হবে।
এসময় ওসি স্কুল কলেজ পড়ুয়া অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, আপনার ছেলে মেয়েরা স্কুলে যাওয়া-আসার আগে এবং পরে কোথায় যাচ্ছে কার সাথে মিশছে সেটা খেয়াল রাখবেন। খারাপ চরিত্রের কোন ছেলের সাথে মিশতে দিবেন না। মাদক প্রতিরোধের ব্যাপারে (ওসি) শিবিরুল ইসলাম বলেন আগের চেয়ে ময়মনসিংহ নগরী ও সদর উপজেলার মাদক, জুয়া, ডাকাতি, চুরি, সন্ত্রাস ও ছিনতাই সহ সব ধরনের অপরাধের উপদ্রুত অনেকটা কমে গেছে। এ ব্যাপারে আমরা কোতয়ালী থানার পুলিশ কৌশলে কাজ করে যাচ্ছি। ময়মনসিংহ নগরী ও সদর উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে।
অপরাধ দমনে ময়মনসিংহের কোতয়ালী থানা পুলিশ ২৪ ঘন্টা সোচ্চার আছে জানিয়ে ওসি মোঃ শিবিরুল ইসলাম আরো বলেন যার কাছে যেকোনো অপরাধের তথ্য থাকবে সাথে সাথে আমাদেরকে জানালে ব্যবস্থা গ্রহণ করব ইনশাআল্লাহ।
অনুষ্ঠানে ২২ নং ওয়ার্ডের বিভিন্ন পেশাশ্রেণীর গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।