
নিজস্ব প্রতিনিধি :
রূপনগর হাই স্কুলের আয়োজনে অনুষ্ঠিত হলো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী-২০২৫। দিনব্যাপী এই আয়োজনে শিক্ষার্থীরা বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপি’র আহ্বায়ক জনাব আমিনুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা তরুণ প্রজন্মকে সুস্থ, যোগ্য ও সৃজনশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে সাহায্য করে। ক্রীড়াঙ্গনকে শক্তিশালী করতে এবং শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে আমরা সর্বদা পাশে থাকবো।”
অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ও অতিথিবৃন্দ। আনন্দঘন পরিবেশে সমাপ্ত হয় বার্ষিক এই আয়োজন।