
বাগেরহাটে চার আসনের দাবিতে হরতাল চলছে
রায়হান শেখ :
বাগেরহাট জেলার চারটি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে জেলার বিভিন্ন স্থানে হরতাল পালিত হচ্ছে। জেলা সর্বদলীয় কমিটির ডাকে ঘোষিত ৪৮ ঘণ্টার এই হরতালের আজ (১০ সেপ্টেম্বর) প্রথম দিন চলছে।সকাল থেকেই জেলার বিভিন্ন বাজারে দোকানপাট বন্ধ রয়েছে। সড়কে গণপরিবহন সম্পূর্ণভাবে বন্ধ থাকায় সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।
শহর ও গ্রামীণ সড়কগুলো ছিল প্রায় ফাঁকা।জেলা সর্বদলীয় কমিটির নেতৃবৃন্দ জানান, সরকারের অন্যায় সিদ্ধান্তের বিরুদ্ধে এই কর্মসূচি অব্যাহত থাকবে। তারা হুশিয়ারি দিয়ে বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।