
নিজস্ব প্রতিবেদক :
বহুল প্রতীক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রছাত্রীদের উপস্থিতি ছিল ব্যাপক। নির্বাচন কমিশনের হিসাবে, এবারের নির্বাচনে গড়ে প্রায় ৮০ শতাংশ ভোট কাস্ট হয়েছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অধ্যাপক শামীম রেজা। তিনি বলেন, “ভোটারদের উপস্থিতি ছিল প্রত্যাশার চেয়েও বেশি। অধিকাংশ হলে ভোটগ্রহণের হার সন্তোষজনক।”
প্রাপ্ত তথ্য অনুযায়ী—
শহীদুল্লাহ হলে ভোট পড়েছে ৭৫%
ফজলুল হক মুসলিম হলে ৭৯%
অমর একুশে হলে ৭২%
কবি জসীমউদদীন হলে মোট ১,৩০৩ ভোটের মধ্যে কাস্ট হয়েছে ১,০৬৪ (৮২%)
মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে ১,৭৫৩ ভোটের মধ্যে কাস্ট হয়েছে ১,২১২ (৬৯%)
সূর্যসেন হলে ১,৫০৯ ভোটের মধ্যে কাস্ট হয়েছে ১,২৭৪ (৮৫%)
শেখ মুজিবুর রহমান হলে ১,৬০৯ ভোটের মধ্যে কাস্ট হয়েছে ১,৩৫০ (৮৫%)
প্রশাসনের ভাষ্য অনুযায়ী, বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর গণনা কার্যক্রম শুরু হয়েছে। সার্বিকভাবে এবারের নির্বাচনে ছাত্রছাত্রীদের সাড়া ছিল উল্লেখযোগ্য।
ডাকসুতে এবার মোট ভোটার ছিলেন ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে পাঁচটি ছাত্রী হলে ১৮ হাজার ৯৫৯ জন এবং ১৩টি ছাত্র হলে ২০ হাজার ৯১৫ জন।
এবারের নির্বাচনে ডাকসুর ২৮টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৪৭১ জন প্রার্থী। এর মধ্যে ছাত্রী প্রার্থী রয়েছেন ৬২ জন। পাশাপাশি ১৮টি হল সংসদে মোট ২৩৪টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১ হাজার ৩৫ জন প্রার্থী।
বিশ্লেষকদের মতে, দীর্ঘ সময় পর আয়োজিত এই ডাকসু নির্বাচন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে।