
হাফিজুল ইসলাম বকুল-খোকসা, কুষ্টিয়া :
কুষ্টিয়ার খোকসা খামারের উন্নত ভবিষ্যতের সঙ্গে এআরবি এগ্রো খামারের প্রতিশ্রুতি এআরবি এগ্রো নিরাপদ গো-খাদ্য প্রোমোশনাল ও নতুন ডিপোর শুভ উদ্বোধন অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে।
স্থান: একতার পুর হাট খোকসা, কুষ্টিয়া।
মঙ্গলবার সকাল ১০ টায় এসএমবি ও এআরবি এগ্রো এর যৌথ উদ্যোগে শুভ উদ্বোধন করেন। এ ডিপো উদ্বোধনের মূল উদ্দেশ্য হলো দেশের কৃষক ও খামারিদের কাছে দ্রুততম সময়ে মানসম্মত কার্টেল ফিড পৌঁছে দেওয়া।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মো: শাহীনুর ইসলাম সুমন এসএমবি এন্টারপ্রাইজ এর ব্যবস্থাপনা পরিচালক ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ শামিনুর রহমান,এআরবি এগ্রো এর ব্যবস্থাপনা পরিচালক। আরোও উপস্থিত ছিলেন,এসএমবি স্বত্বাধিকারী মো: সাইফুল ইসলাম মিঠু।
প্রধান অতিথি বলেন, আমাদের কৃষক ভাইদের কাছে গুণগতমানের খাদ্য সঠিক দামে ও সময়ে পৌঁছে দেওয়া এসএমবি এর প্রধান লক্ষ্য। আমরা বিশ্বাস করি, ভালো খাদ্য মানেই সুস্থ পশু, আর সুস্থ পশুই কৃষকের উন্নতি ও দেশের অর্থনীতির শক্তি।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এআরবি এগ্রো এর ব্যবস্থাপনা পরিচালক, মোঃ শামিনুর রহমান-সহ অন্যান্য সম্মানিত প্রতিনিধি,পরিবেশক ও কৃষক নেতৃবৃন্দ। তারা এসএমবি এর পদক্ষেপের সময় উপযোগী ও কৃষিবান্ধব উদ্যোগ বলে মনে করেন।
উদ্বোধন শেষে অতিথিরা ডিপো পরিদর্শন করেন এবং এসএমবি এন্টারপ্রাইজের এর কার্যক্রমের প্রশংসা করেন।
এসএমবি স্বত্বাধিকারী মো: সাইফুল ইসলাম মিঠু তার সমাপনী বক্তব্য বলেন, এ ডিপোর মাধ্যমে স্থানীয় কৃষকরা মানসম্মত পশুখাদ্যের সহজলভ্যতা নিশ্চিত করবেন এবং প্রাণিসম্পদ খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।