
মোঃ জিল্লুর রহমান :
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ব বিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড.এবিএম ওবায়দুল ইসলামের অনুমোদনক্রমে আজ ০৮ সেপ্টেম্বর২০২৫তারিখ সকাল৯:৩০টায় গাজীপুর ক্যাম্পাসে কর্মরত সহকারী পরিচালক/ প্রশাসনিক কর্মকর্তা/ সেকশন অফিসার/ সমমান পদমর্যাদার কর্মকর্তাদের নিয়ে “অফিসপ্রশাসন, কর্মী এবং ফাইল ব্যবস্থাপনা (২য় ব্যাচ)” বিষয়ক দিনব্যাপী এক প্রশিক্ষণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সেমিনার হলে অনুষ্ঠিত হয়।
ইনস্টিটিউটশনাল কোয়ালিটি অ্যাসুরেন্সসেল আয়োজিত প্রশিক্ষণ প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ব বিদ্যালয়ের মাননীয় প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সাঈদ ফেরদৌস পিএইচডি। প্রো-উপাচার্য তাঁর বক্তব্যে বলেন, “বিশ্ব বিদ্যালয়ের প্রশাসনিক কাঠামো বাব্যুরোক্রেসি শৃঙ্খলা বজায় রাখা অত্যাবশ্যক।জনবল ব্যবস্থাপনায় অসামঞ্জস্যতা অর্থাৎ কোথাও লোক বলের ঘাটতি আবার কোথাও বাড়তি জনবল থাকলে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এজন্য সুষ্ঠু জনবল বণ্টন প্রয়োজন। তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন একই কাজ করতে করতে ভুলঅভ্যাস তৈরি হয়, তাই নিয়মিত প্রশিক্ষণ ও রিফ্রেশার কোর্সের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি ও টিম ওয়ার্ক জরুরি। এক্ষেত্রে আইকিউএসির উদ্যোগ প্রশংসনীয়, কারণ এখানে শিক্ষক ছাড়াও নিন্ম থেকে উচ্চ পদস্থ সবাইকে সম্পৃক্ত করা হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, দেশ আলাদা কোনো সত্তা নয়—আমরা প্রত্যেকেই দেশের অংশ, তাই আপনি আমি যদি দায়িত্বশীল ভাবে নিজের কাজ সঠিক ভাবে করি, সেটাই হবে প্রকৃত জাতীয় উন্নয়ন”।
প্রশিক্ষণ প্রোগ্রামে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক মোঃ আনিছুর রহমান। তিনি বলেন, “বাউবি একটি সেবা-মুখীপ্রতিষ্ঠান, যেখানে সকলের দক্ষতা উন্নয়নে নিয়মিত প্রশিক্ষণ জরুরি। পার্সোনেল ও ফাইল ম্যানেজমেন্ট সঠিক ভাবে প্রয়োগ করলে কাজের মান বাড়বে। তিনি আশা করেন, এই প্রশিক্ষণ বিশ্ব বিদ্যালয় ও দেশের জনগণকে উপকৃত করবে এবং সবাই বাউবিকে নিজের প্রতিষ্ঠান মনে করে এগিয়ে নেবেন”।
আইকিউএসির পরিচালক অধ্যাপকড. মোঃ সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ প্রোগ্রামে রিসোর্সপারসন হিসেবে উপস্থিত ছিলেন, হিসাববিজ্ঞান ও আর্থিক ব্যবস্থাপনা বিভাগ, বিআইএম এর ঊর্ধ্বতন ব্যবস্থাপনা উপদেষ্টা ও বিভাগীয় প্রধান জনাব এম. আমিনুর।‘সচিবালয় নির্দেশ মালা-২০২৪, নথি ব্যবস্থাপনা এবং সভা ও দাপ্তরিক যোগাযোগ, বিভিন্ন প্রকার পত্র লিখন পদ্ধতি ও অনুশীলন এবং রেকর্ড ব্যবস্থাপনা’বিষয়ের উপর প্রশিক্ষণ প্রোগ্রামের রিসোর্সপারসন জনাব এম. আমিনুর অংশ গ্রহণকারী কর্মকর্তাদেরকে হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করেন।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মামুনুর রশিদ। এ প্রশিক্ষণ প্রোগ্রামের ২য় ব্যাচে আজ গাজীপুর মূলক্যাম্পাসে কর্মরত সহকারী পরিচালক/ প্রশাসনিক কর্মকর্তা/ সেকশন অফিসার/ সমমান পদ মর্যাদার ৪০ জন কর্মকর্তা অংশ গ্রহণ করেন।
প্রশিক্ষণ শেষে আজ বিকাল ৩:৩০টায় সমাপনি ও সনদ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সাঈদ ফেরদৌস পিএইচডি প্রশিক্ষণের ১ম ও ২য় ব্যাচে অংশ গ্রহণকারী কর্মকর্তাদের মধ্যে সনদ পত্র বিতরণ করেন। এসময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক মোঃ আনিছুর রহমান এবং অনুষ্ঠানের সভাপতি আইকিউএসির পরিচালক অধ্যাপকড. মোঃসিরাজুল ইসলাম।