
শেরপুর সদর উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত
জহুরুল ইসলাম জপি-শেরপুর :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) শেরপুর সদর উপজেলা শাখার উদ্যোগে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর ২০২৫) দুপুর ১২টা ৩০ মিনিটে শহরের স্বপ্নীল কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এই সভায় জেলা ও উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের বিপুল উপস্থিতি লক্ষ্য করা যায়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এডভোকেট সিরাজুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব অধ্যক্ষ এবিএম মামুনুর রশিদ পলাশ। সভার সভাপতিত্ব করেন শেরপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোঃ হযরত আলী এবং সঞ্চালনা করেন সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ সাইফুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও শেরপুর-১ আসনের ধানের শীষের প্রার্থী ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস.এম. শহিদুল ইসলাম ভিপি, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোঃ আব্দুল মান্নান পিপি, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ তাহারুল ইসলাম আতা, জেলা কৃষক দলের সভাপতি শফিকুল ইসলাম গোল্ডেন এবং জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ মামুনুর রশিদ মামুন।
সভায় বক্তারা দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন জাতীয় নির্বাচন এবং সংগঠনকে আরও শক্তিশালী করার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা তার বক্তব্যে বলেন,
“বিএনপি জনগণের ভোটাধিকার ও ভাতের অধিকার রক্ষায় যেমন আন্দোলন চালিয়ে যাচ্ছে, তেমনি সমাজের সার্বিক উন্নয়নেও সরাসরি ভূমিকা রেখে আসছে। এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। জনগণের শক্তিই বিএনপির মূল শক্তি, তাই সকলকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামতে হবে।”
প্রধান বক্তা অধ্যক্ষ এবিএম মামুনুর রশিদ পলাশ বলেন,
“বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজ আরও শক্তিশালী ও সংগঠিত। আসন্ন নির্বাচনে ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কার নেতৃত্বে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।”
সভাপতি আলহাজ্ব হযরত আলী বলেন,
“আমরা আন্দোলনের পথে অনেক ত্যাগ-তিতিক্ষা স্বীকার করেছি, কারাভোগ করেছি। আজ সময় এসেছে সবাইকে মিলেমিশে বিএনপিকে শক্তিশালী করার। আওয়ামী স্বৈরাচারী শক্তির ষড়যন্ত্র প্রতিহত করে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে।”
সভায় জেলা ও উপজেলা বিএনপি ছাড়াও যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষক দলসহ বিভিন্ন সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। বক্তারা ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে শেরপুর তথা সারাদেশে বিএনপিকে আরও শক্তিশালী করে তুলতে দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করেন।