
বদিউজ্জামান-জলঢাকা, নিলফামারী :
জলঢাকা পৌরসভা কুলি-মজদুর শ্রমিক ইউনিয়ন (নং: রং-৭৯)-এর শুভ উদ্বোধন ও পরিচয়পত্র বিতরণ অনুষ্ঠান আজ বাদ এশা জলঢাকার আবু সাঈদ চত্বর (ট্রাফিক মোড়) প্রাঙ্গণে অত্যন্ত সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা ওবায়দুল্লাহ সালাফি, জেলা মজলিসে শূরা সদস্য, বাংলাদেশ জামাতে ইসলামী, নীলফামারী এবং সংসদ সদস্য পদপ্রার্থী, নীলফামারী-৩ (জলঢাকা)। প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন প্রভাষক মনিরুজ্জামান জুয়েল, জেলা শ্রম সম্পাদক, বাংলাদেশ জামাতে ইসলামী, নীলফামারী; সভাপতি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ও অঞ্চল সহকারী পরিচালক, রংপুর-দিনাজপুর।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন
প্রভাষক মোঃ ছাদর হোসেন, জেলা কর্মপরিষদ সদস্য, বাংলাদেশ জামাতে ইসলামী, নীলফামারী
মোঃ মোকলেছুর রহমান, উপজেলা আমির, বাংলাদেশ জামাতে ইসলামী, জলঢাকা উপজেলা
অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করেন রিয়াদ হাসান মুসলিম, এবং গীতা পাঠ করেন মাহিন্দ্র দেব নাথ, যা ধর্মীয় সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে।
বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জনাব আলী, জলঢাকা উপজেলা লেবার ইউনিয়নের প্রতিনিধি। এছাড়াও অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন সকল ট্রেড ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন: মোঃ রবিউল ইসলাম, সভাপতি, জলঢাকা পৌরসভা কুলি-মজদুর শ্রমিক ইউনিয়ন।
বক্তারা তাদের বক্তব্যে শ্রমিকদের অধিকার আদায়ের লক্ষ্যে ঐক্যবদ্ধ আন্দোলনের প্রয়োজনীয়তা, ন্যায্য মজুরি ও মানবিক আচরণের গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানের সমাপ্তি হয় হৃদয়ছোঁয়া দোয়া ও মোনাজাতের মাধ্যমে,
যেখানে দেশ, জাতি, শ্রমিক সমাজ এবং সংগঠনের উত্তরণ কামনা করা হয়।