
সোলায়মান-স্টাফ রির্পোটার :
মানিকগঞ্জের শিবালয় উপজেলার কাকনা হাইস্কুল মাঠে কাকনা মর্ম্মবাণী ক্লাবের উদ্যোগে ফুটবল টুর্ণামেন্ট-২০২৫ শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক, মানিকগঞ্জ জেলা বিএনপি এস এ জিন্নাহ কবির।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বিগত শৈরাচার হাসিনা সরকার সীমান্তপথে মাদক প্রবাহ ঘটিয়ে দেশের যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। যাদের মাঠে থাকার কথা, তারা নেশার ঘরে বন্দি হয়ে পড়েছিল। ইনশাআল্লাহ বিএনপি সরকার ক্ষমতায় এলে যুব সমাজকে মাদকমুক্ত করে পুনরায় খেলার মাঠে ফিরিয়ে আনা হবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাকনা মর্ম্মবাণী ক্লাবের সভাপতি মোঃ রাশেদুল হাসান লিংকন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাজী মোস্তাক হোসেন দিপু, মানিকগঞ্জ জেলা যুবদলের আহবায়ক, মো লোকমান হোসেন মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক ও আহবায়ক কমিটির সদস্য, মাসুদুর রহমান মাসুদ, মানিকগঞ্জ জেলা কৃষকদলের সিনিয়র সহ সভাপতি, মো ফেরদৌস রহমান মানিকগঞ্জ জেলা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও দৌলতপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, আসিফ ইকবাল রনি মানিকগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক, মীর মানিকুজ্জামান মানিক ঘিওর উপজেলা বিএনপির সভাপতি, মো রাজা মিয়া ( মেম্বার) ঘিওর থানা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক,মো হোসেন আলী শিবালয় উপজেলা যুব দলের আহবায়ক,আমির হামজা পিন্টু মানিকগঞ্জ জেলা যুবদলসহ জেলা উপজেলার নেতৃবৃন্দরা।
খেলার ফাইনাল ম্যাচে গবিন্দল ফুটবল একাডেমি ২-০ গোলে দক্ষিণ শিবালয় সানলাইট ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। বিজয়ী দলকে প্রথম পুরস্কার হিসেবে ৫০ হাজার টাকা এবং রানার্সআপ সানলাইট ক্লাবকে ৩০ হাজার টাকা পুরস্কার প্রদান করা হয়।