
কবির হোসেন রাকিব-রামগতি কমলনগর :
লক্ষ্মীপুরের রামগতিতে ১১১ বছরের আলম নামে এক বৃদ্ধ পিতাকে ডাক্তারের কাছে নেওয়ার কথা বলে কৌশলে রেজিষ্ট্রি অফিসে নিয়ে জমিনের স্বাক্ষর নেওয়ার অভিযোগ উঠেছে দুই সহোদর ভাইয়ের বিরুদ্ধে। এরা হলেন, নুরনবী ও ইব্রাহিম খলিল। বৃহস্পতিবার রামগতি পৌরসভার ৯নং ওয়ার্ড চর হাসান- হোসেন এলাকায় এঘটনা ঘটেছে। এঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
ভুক্তভোগী ছকিনা বেগম জানান, আমার বাবা একজন বৃদ্ধ মানুষ। আমরা ৩ ভাই ৪ বোন। আমার এক ভাই মারা গেছে। স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। আমার বাবা জীবিত কিন্তু মৃত্যু শয্যায়। আমার দুই ভাই নুরনবী ও ইব্রাহিম খলিল হঠাৎ আমার বাবাকে ডাক্তারের কাছে নেওয়ার কথা বলে ঘর থেকে বের করে নেয়। পরে শুনি সাবরেজিষ্ট্রি অফিসে নিয়ে সহি/ স্বাক্ষর নিয়েছে। কিন্তু তিনি তো বয়োবৃদ্ধ মানুষ। হুঁশ-জ্ঞান কিছুই ছিলো না। সম্পত্তির লোভ ও আমাদের সকলের সম্পত্তি আত্মসাৎ করার মূল উদ্দেশ্য দুই ভাইয়ের। তিনি আরও বলেন, আমার বাবা তার সম্পত্তি সকলের মাঝে সুসম বন্টন করে দিবেন। এমন খবর জানলে তারা এঘটনা ঘটায়। এঘটনায় আমি রামগতি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করি।
এবিষয়ে অভিযোগ অস্বীকার করে মো. নুরনবী বলেন, আমার বাবা আশঙ্কাজনক অবস্থা রয়েছে এজন্য আমাদের নামীয় জমির দলিল করতে রেজিষ্ট্রি অফিসে নিয়েছে। এটা কোন অপরাধ না। কারো সম্পত্তি আত্মসাতের জন্য নেওয়া হয়নি।
রামগতি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, বৃদ্ধ লোকের সম্পত্তি দুই ছেলে আত্মসাত করার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।